<

p style=”text-align: justify;”>ক্রীড়াঙ্গনে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ক্রীড়াবিদরা। তার ধারাবাহিকতায় ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হাঁটু গেড়ে প্রতিবাদও জানানো হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এমনটা দেখা যায়নি। আর সেখান থেকেই জন্ম নিয়েছেন নানা সমালোচনার। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছিলেন তার দল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানাবে না। আর সেখান থেকেই যত বিতর্কের সৃষ্টি। এবার এই বিষয়ে মুখ খুললেন অজি প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বললেন, ‘হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানানো নিয়ে আমাদের প্রথম ম্যাচের আগেই আরও ভাবা উচিৎ ছিল।’

অজি অধিনায়ক এই প্রতিবাদ নিয়ে জানিয়েছিলেন, ‘আমি ইয়ন মরগানের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা কোনো নির্দিষ্ট চিহ্ন দেখিয়ে প্রতিবাদ করব না। কারণ সবার আগে শিক্ষার প্রয়োজন। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের চেয়ে শিক্ষাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ক্রিকেট খেলাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ খেলাটি বিশ্বের যেকোনো জায়গায়, যেকেউই খেলতে পারে। কে কোন বর্ণের, কোন ধর্মের, কোন দেশের সেটা কোনো গুরুত্ব রাখে না। ক্রিকেট সবাই খেলতে পারে এবং আমি এটার জন্যই সত্যিই গর্ববোধ করি।’

এদিকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্য বিশ্বজুড়ে ক্রীড়াবিদরা হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়ে আসছে। তবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজে এটি এড়িয়ে যাওয়া হলে শুরু হয় সমালোচনা। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল‌্যাঙ্গারের আক্ষেপ করে বলেছেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে হাঁটু গেড়ে প্রতিবাদ জানানো নিয়ে দলে যথেষ্ট আলোচনা হয়নি। জুলাইয়ে তিন টেস্টের সিরিজের প্রতি ম্যাচের আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বর্ণবাদের বিরুদ্ধে। কিন্তু চলতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে সে রকম হয়নি। যার কড়া সমালোচনা করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মাইকেল হোল্ডিং।

ল্যাঙ্গার আরও বলেছেন, ‘সত্যি কথা বলতে, হাঁটু গেড়ে বসা নিয়ে আমাদের প্রথম ম্যাচের আগে আরও ভাবা উচিৎ ছিল। এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমাদের এটা নিয়ে আরও আলোচনা করার প্রয়োজন ছিল।’

এদিকে এই প্রতিবাদ এড়িয়ে যাওয়ায় মাইকেল হোল্ডিং দুই দলের বেশ সমালোচনা করেছেন। এবার হোল্ডিংকে উদ্দেশ্য করে ল্যাঙ্গার বলেন, ‘এমনটা মনে হতে পারে আমরা যথেষ্ট সম্মান দেখায়নি এ ব্যাপারে। কিন্তু এটা দলের উদ্দেশ্য ছিল না। আমরা এই আন্দোলন সম্পর্কে সবাই অবহিত। যখন মাইকি (হোল্ডিং) কিছু বলছে, নিশ্চয়ই তার গুরুত্ব রয়েছে।’

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলতে সফর করে অস্ট্রেলিয়া। সফরে এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ ১-১’এ ড্র হয়েছে। আর ওডিআই সিরিজে দুটি ম্যাচ শেষে ১-১’এ সমতায় রয়েছে দু’দল। সিরিজের শেষ ম্যাচে বুধবার (১৬ সেপ্টেম্বর) মাঠে নামবে দুই দল।

The post বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আরও ভাবা উচিৎ ছিল: ল্যাঙ্গার

appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

Leave a Reply

%d bloggers like this: