Hi

০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতকে সতর্ক থাকার আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট : ০৪:২০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৩৩ জন দেখেছে

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

১৪ মে (বুধবার) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “দেশে খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর, দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরিকল্পিতভাবে কোন্দল সৃষ্টি করা হচ্ছে।”

তিনি আরও লেখেন, “জামায়াত-শিবিরের কর্মীদের নামে ভুয়া আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশালীন মন্তব্য ও পোস্ট ছড়ানো হচ্ছে। একইভাবে, বিএনপির কর্মীদের নামে ভুয়া আইডি তৈরি করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও পোস্ট ছড়ানো হচ্ছে।”

‘হারপিক মজুমদারের একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা করা হয়েছে’ উল্লেখ করে ইলিয়াস হোসেন আরও বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সিআরআই-এর কিছু সদস্য এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তাদের অভ্যন্তরীণ একটি গ্রুপে এ পরিকল্পনার বিষয়টি জানতে পেরেছি।”

তিনি শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

শৈলকুপায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

বিএনপি-জামায়াতকে সতর্ক থাকার আহ্বান

আপডেট : ০৪:২০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

১৪ মে (বুধবার) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “দেশে খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর, দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরিকল্পিতভাবে কোন্দল সৃষ্টি করা হচ্ছে।”

তিনি আরও লেখেন, “জামায়াত-শিবিরের কর্মীদের নামে ভুয়া আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশালীন মন্তব্য ও পোস্ট ছড়ানো হচ্ছে। একইভাবে, বিএনপির কর্মীদের নামে ভুয়া আইডি তৈরি করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও পোস্ট ছড়ানো হচ্ছে।”

‘হারপিক মজুমদারের একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা করা হয়েছে’ উল্লেখ করে ইলিয়াস হোসেন আরও বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সিআরআই-এর কিছু সদস্য এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তাদের অভ্যন্তরীণ একটি গ্রুপে এ পরিকল্পনার বিষয়টি জানতে পেরেছি।”

তিনি শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।