Hi

১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া মহিলা অধিদপ্তরে টানা ৫ দিন উড়ছে জাতীয় পতাকা, জ্বলছে বৈদ্যুতিক বাতি — জনমনে ক্ষোভ

  • আপডেট : ০২:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫০৯ জন দেখেছে

কুষ্টিয়া মহিলা অধিদপ্তরে টানা ৫ দিন উড়ছে জাতীয় পতাকা, জ্বলছে বৈদ্যুতিক বাতি — জনমনে ক্ষোভ

উজ্জ্বল মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় মহিলা বিষয়ক অধিদপ্তরে টানা পাঁচ দিন ধরে উড়ছে জাতীয় পতাকা। একই সঙ্গে অফিসের সামনে দিনের বেলায়ও জ্বলে থাকছে বৈদ্যুতিক বাতি। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপ্তরটিতে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পতাকা উত্তোলন করা হয়। এরপর আজ শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত পতাকা নামানো হয়নি। দুপুরে বেলা তিনটার দিকে ভেড়ামারার কাচারিপাড়ায় অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা তখনও উড়ছে। অফিসের সামনে কয়েকটি বৈদ্যুতিক বাতিও জ্বালানো ছিল।

স্থানীয়রা জানান, ছুটির দিনেও অফিসে প্রায়ই পতাকা উত্তোলিত অবস্থায় থাকে। কখনো কখনো কর্মদিবস শেষ হলেও পতাকা নামানো হয় না। এমনকি অফিসের চারপাশে জঙ্গল জমে আছে, যা পরিষ্কারও করা হয় না। পতাকাটিও জীর্ণশীর্ণ হয়ে পড়েছে; রঙ ও মাপ দুটোই বিধি অনুযায়ী নয়।

স্থানীয় যুবক খাইরুল হক বলেন, “বিগত পাঁচ দিন ধরে দেখছি পতাকা উড়ছে, পূজার ছুটিতেও নামানো হয়নি। জাতীয় পতাকা আমাদের সম্মানের প্রতীক, এটা নিয়ে সরকারি নির্দেশনা মানা উচিত।”

আরেক বাসিন্দা আকলিমা খাতুন বলেন, “এই অফিসের সামনে জঙ্গল পড়ে থাকে, কেউ পরিষ্কার করে না। পতাকাও সময়মতো নামানো হয় না, আর বিদ্যুতের বাতিগুলো সারাদিন জ্বলে।”

বাংলাদেশের জাতীয় পতাকাবিধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। ছুটির দিন বা অফিস বন্ধ থাকলে পতাকা নামিয়ে রাখতে হবে। জাতীয় দিবসগুলোতে যথাযথ মর্যাদায় পতাকা উত্তোলন করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “গত চার দিন দুর্গাপূজার ছুটি ছিল। পতাকা নামানো হয়নি বিষয়টি আমি এখনই দেখছি। এই অফিসে গত দুই বছর ধরে পিয়ন নেই, স্টাফ মাত্র দু’জন।”

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি দপ্তরে জাতীয় পতাকার নিয়ম মানা উচিত। কারণ এটি শুধু একটি কাপড় নয়, জাতির মর্যাদার প্রতীক।

লেখক সম্পর্কে তথ্য

হাজারো শঙ্খর ধ্বনি ও প্রদীপের আলোয় বিতর্কিত পুজোর– প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

কুষ্টিয়া মহিলা অধিদপ্তরে টানা ৫ দিন উড়ছে জাতীয় পতাকা, জ্বলছে বৈদ্যুতিক বাতি — জনমনে ক্ষোভ

আপডেট : ০২:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

কুষ্টিয়া মহিলা অধিদপ্তরে টানা ৫ দিন উড়ছে জাতীয় পতাকা, জ্বলছে বৈদ্যুতিক বাতি — জনমনে ক্ষোভ

উজ্জ্বল মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় মহিলা বিষয়ক অধিদপ্তরে টানা পাঁচ দিন ধরে উড়ছে জাতীয় পতাকা। একই সঙ্গে অফিসের সামনে দিনের বেলায়ও জ্বলে থাকছে বৈদ্যুতিক বাতি। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপ্তরটিতে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পতাকা উত্তোলন করা হয়। এরপর আজ শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত পতাকা নামানো হয়নি। দুপুরে বেলা তিনটার দিকে ভেড়ামারার কাচারিপাড়ায় অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা তখনও উড়ছে। অফিসের সামনে কয়েকটি বৈদ্যুতিক বাতিও জ্বালানো ছিল।

স্থানীয়রা জানান, ছুটির দিনেও অফিসে প্রায়ই পতাকা উত্তোলিত অবস্থায় থাকে। কখনো কখনো কর্মদিবস শেষ হলেও পতাকা নামানো হয় না। এমনকি অফিসের চারপাশে জঙ্গল জমে আছে, যা পরিষ্কারও করা হয় না। পতাকাটিও জীর্ণশীর্ণ হয়ে পড়েছে; রঙ ও মাপ দুটোই বিধি অনুযায়ী নয়।

স্থানীয় যুবক খাইরুল হক বলেন, “বিগত পাঁচ দিন ধরে দেখছি পতাকা উড়ছে, পূজার ছুটিতেও নামানো হয়নি। জাতীয় পতাকা আমাদের সম্মানের প্রতীক, এটা নিয়ে সরকারি নির্দেশনা মানা উচিত।”

আরেক বাসিন্দা আকলিমা খাতুন বলেন, “এই অফিসের সামনে জঙ্গল পড়ে থাকে, কেউ পরিষ্কার করে না। পতাকাও সময়মতো নামানো হয় না, আর বিদ্যুতের বাতিগুলো সারাদিন জ্বলে।”

বাংলাদেশের জাতীয় পতাকাবিধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। ছুটির দিন বা অফিস বন্ধ থাকলে পতাকা নামিয়ে রাখতে হবে। জাতীয় দিবসগুলোতে যথাযথ মর্যাদায় পতাকা উত্তোলন করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “গত চার দিন দুর্গাপূজার ছুটি ছিল। পতাকা নামানো হয়নি বিষয়টি আমি এখনই দেখছি। এই অফিসে গত দুই বছর ধরে পিয়ন নেই, স্টাফ মাত্র দু’জন।”

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি দপ্তরে জাতীয় পতাকার নিয়ম মানা উচিত। কারণ এটি শুধু একটি কাপড় নয়, জাতির মর্যাদার প্রতীক।