বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তার পদত্যাগের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পুঁজিবাজার উন্নয়নের নির্দেশনা নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন, কিন্তু রটে গেল তিনি পদত্যাগ করছেন।
সোমবার (১৯ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা (কিছু গণমাধ্যম) তো নিউজ বানিয়ে দিয়েছেন। কোথা থেকে এসব সংবাদ পান? আমি আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে; এতক্ষণ তাই নিয়ে আলোচনা করছিলাম। আমি এসেছি একটা কাজে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ! এটার একটা প্রভাব বাজারে পড়ে না?”
প্রধান উপদেষ্টার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, নির্দেশনার বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ এবং সেগুলো সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়েছে। বারবার পদত্যাগের গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “গুজব ছড়ালো আমি আমেরিকায় যে ফিরবো না? আমি যদি আমেরিকায় যেতাম, সবাই জানে ১২ বছর আমেরিকায় আমার ট্যাক্স ফাইল করতে হয়েছে। আমার তো ওখান থেকে কোনো দিন দেশেই ফেরার দরকার ছিল না। সাত বছর ইন্টারন্যাশনাল নিউ ইয়র্কের এমপ্লয়ি ছিলাম। আমার পে-রোল হতো নিউ ইয়র্কে। আমার বোনাস হতো নিউ ইয়র্কে। তো আমাকে ট্যাক্সফাইল করতে হচ্ছে। প্রাইভেট সেক্টরের চাকরি-বাকরি ছেড়ে সরকারি বেতনে কেন আসছি? দেশের কাজ করার জন্য।”
অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা কে কোথায় কীভাবে বাস্তবায়ন করবে এবং কাকে কী দায়িত্ব নিতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বাজেট সামনে রেখে শেয়ারবাজারের জন্য কোনো সুখবরের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা যারা বাজেট দেবেন তারাই বলতে পারবেন, তবে তারা তাদের চাহিদা জানিয়েছেন।