রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে জামিন মঞ্জুর করেন। এর আগে, গতকাল সোমবার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরবর্তীতে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ আরও ১৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ জন সংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন এনামুল হক। মামলায় নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।