টিএনজেড, মাহবুব গার্মেন্টসসহ পোশাক কারখানাগুলো আগামী ২৮ মে’র মধ্যে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না করলে মালিকদের আটক করা হবে বলে হুঁশিয়ার করেছেন শ্রম ও নৌ পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার (২১ মে), সচিবালয়ে কোরবানি ঈদ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এই কথা জানান।
মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ঈদযাত্রা নিরাপত্তা
উপদেষ্টা জানান, এরই মধ্যে পাঁচ জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ঈদের সময় যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য নৌপথে বাল্কহেড ঈদের আগের ও পরের তিন দিন করে চলাচল বন্ধ থাকবে।