মানিকগঞ্জ, ১৭ জুন ২০২৫: বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়া সত্ত্বেও মানিকগঞ্জের ঘিওর উপজেলার গ্রামগঞ্জের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। বৃষ্টি হলেই বাজারের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।
স্থানীয়রা জানান, ঘিওর উপজেলার অনেক এলাকায় সড়কগুলোর অবস্থা এতটাই জরাজীর্ণ যে, সামান্য বৃষ্টিতেই সেগুলো কাদা ও জলাবদ্ধতায় ভরে যায়। জেলাটি নদী ও খালবেষ্টিত হওয়া সত্ত্বেও, বাজারের আশেপাশে কোনো সঠিক নিষ্কাশন ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি জমে কাদা তৈরি হয়, যা পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায়।
দীর্ঘদিন ধরে এই অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত—সবকিছুই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ঘিওরের সর্বস্তরের জনগণ দ্রুত এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের কাছে রাস্তাঘাট উন্নয়ন ও সঠিক নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছে।