Hi

১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউনূস-তারেক বৈঠককে জামায়াতের সাধুবাদ, তবে ঐকমত্য কমিশনের সভা বয়কট

  • আপডেট : ১০:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৬৬ জন দেখেছে

ঢাকা, ১৮ জুন ২০২৫: লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এই বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সভা প্রতীকীভাবে বয়কট করেছে দলটি।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। পরে প্রধান উপদেষ্টা আমাদের আমিরের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি, এবং মনে হয়েছে তিনি বিষয়গুলো অনুধাবন করেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তার নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষ থাকবে এবং কোনো পক্ষপাতিত্ব করবে না।”

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, এই আস্থার ভিত্তিতেই বুধবারের বৈঠকে জামায়াত অংশ নিয়েছে। তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো অচলাবস্থার সৃষ্টি হোক। অতীতে যেমন সরকারে সহযোগিতা করেছি, তেমনি এখনো সহমর্মিতার জায়গা থেকে কাজ করছি। কিন্তু কোনো ব্যত্যয় ঘটলে আমাদের কথা বলতেই হবে।”

লেখক সম্পর্কে তথ্য

হাজারো শঙ্খর ধ্বনি ও প্রদীপের আলোয় বিতর্কিত পুজোর– প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

ইউনূস-তারেক বৈঠককে জামায়াতের সাধুবাদ, তবে ঐকমত্য কমিশনের সভা বয়কট

আপডেট : ১০:৫৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

ঢাকা, ১৮ জুন ২০২৫: লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এই বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সভা প্রতীকীভাবে বয়কট করেছে দলটি।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। পরে প্রধান উপদেষ্টা আমাদের আমিরের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি, এবং মনে হয়েছে তিনি বিষয়গুলো অনুধাবন করেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তার নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষ থাকবে এবং কোনো পক্ষপাতিত্ব করবে না।”

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, এই আস্থার ভিত্তিতেই বুধবারের বৈঠকে জামায়াত অংশ নিয়েছে। তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো অচলাবস্থার সৃষ্টি হোক। অতীতে যেমন সরকারে সহযোগিতা করেছি, তেমনি এখনো সহমর্মিতার জায়গা থেকে কাজ করছি। কিন্তু কোনো ব্যত্যয় ঘটলে আমাদের কথা বলতেই হবে।”