Hi

০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্র সংস্কারের সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬৮০ জন দেখেছে

ঢাকা, ২২ জুন ২০২৫: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, রাষ্ট্র সংস্কারের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আজ রবিবার (২২ জুন) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।2 ড. ইউনূস বলেন, “জুলাই অভ্যুত্থানে যে রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর কখনও আসবে না।3 এই সুযোগ হারাতে দেওয়া যাবে না।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের অনেক দূর যেতে হবে।4 মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে।5 এ বিষয়ে জাতি এখন ঐক্যবদ্ধ।”

বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপমুক্ত হবে বিচার বিভাগ।6 এতে স্বাধীনতা ও জবাবদিহিতা—উভয়ই নিশ্চিত করা যাবে।”

সেমিনারে বিভিন্ন দেশের আইনি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা অংশ নেন এবং বিচার বিভাগের কার্যকারিতা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

 

লেখক সম্পর্কে তথ্য

হাজারো শঙ্খর ধ্বনি ও প্রদীপের আলোয় বিতর্কিত পুজোর– প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

রাষ্ট্র সংস্কারের সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ঢাকা, ২২ জুন ২০২৫: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, রাষ্ট্র সংস্কারের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আজ রবিবার (২২ জুন) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।2 ড. ইউনূস বলেন, “জুলাই অভ্যুত্থানে যে রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর কখনও আসবে না।3 এই সুযোগ হারাতে দেওয়া যাবে না।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের অনেক দূর যেতে হবে।4 মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে।5 এ বিষয়ে জাতি এখন ঐক্যবদ্ধ।”

বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপমুক্ত হবে বিচার বিভাগ।6 এতে স্বাধীনতা ও জবাবদিহিতা—উভয়ই নিশ্চিত করা যাবে।”

সেমিনারে বিভিন্ন দেশের আইনি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা অংশ নেন এবং বিচার বিভাগের কার্যকারিতা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।