Hi

০৩:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা: দুইজন আহত, সামরিক ঘাঁটিতে উত্তেজনা

  • আপডেট : ০৬:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৬৩৩ জন দেখেছে

বাগদাদ, ২ জুলাই ২০২৫ – উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে সোমবার (৩০ জুন) রাতে দুইটি রকেট হামলা হয়েছে। এই হামলায় দুইজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন বলে এএফপির বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ। একই ঘটনায় কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট আঘাত হেনেছে, যার ফলে স্থাপনার আংশিক ক্ষতি হয়েছে।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত হয়নি। কিরকুকের বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সাথে একীভূত।

তবে, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং বিমান চলাচলও ব্যাহত হয়নি।


 

প্রক্সি যুদ্ধের উর্বর ভূমি ইরাক: সাম্প্রতিক স্থিতিশীলতা ও নতুন চ্যালেঞ্জ

 

ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন এবং রকেট হামলার যুদ্ধক্ষেত্র এবং প্রক্সি যুদ্ধের জন্য উর্বর ভূমি হিসেবে পরিচিত। তবে কয়েক দশক ধরে ভয়াবহ সংঘাত এবং অস্থিরতার পর সম্প্রতি দেশটি স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে।

গত সপ্তাহে, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের অবসানের কয়েক ঘণ্টা আগে, বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন রাডার সিস্টেমে আঘাত হানে। পরবর্তীতে ইরাকি সরকার জানায়, ড্রোন হামলার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

এই রকেট হামলা ইরাকের নাজুক স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

লেখক সম্পর্কে তথ্য

হাজারো শঙ্খর ধ্বনি ও প্রদীপের আলোয় বিতর্কিত পুজোর– প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা: দুইজন আহত, সামরিক ঘাঁটিতে উত্তেজনা

আপডেট : ০৬:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বাগদাদ, ২ জুলাই ২০২৫ – উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে সোমবার (৩০ জুন) রাতে দুইটি রকেট হামলা হয়েছে। এই হামলায় দুইজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন বলে এএফপির বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ। একই ঘটনায় কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট আঘাত হেনেছে, যার ফলে স্থাপনার আংশিক ক্ষতি হয়েছে।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত হয়নি। কিরকুকের বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সাথে একীভূত।

তবে, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং বিমান চলাচলও ব্যাহত হয়নি।


 

প্রক্সি যুদ্ধের উর্বর ভূমি ইরাক: সাম্প্রতিক স্থিতিশীলতা ও নতুন চ্যালেঞ্জ

 

ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন এবং রকেট হামলার যুদ্ধক্ষেত্র এবং প্রক্সি যুদ্ধের জন্য উর্বর ভূমি হিসেবে পরিচিত। তবে কয়েক দশক ধরে ভয়াবহ সংঘাত এবং অস্থিরতার পর সম্প্রতি দেশটি স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে।

গত সপ্তাহে, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের অবসানের কয়েক ঘণ্টা আগে, বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন রাডার সিস্টেমে আঘাত হানে। পরবর্তীতে ইরাকি সরকার জানায়, ড্রোন হামলার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

এই রকেট হামলা ইরাকের নাজুক স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।