দুর্দান্ত ফুটবল লড়াই: কোটচাঁদপুরে বিএনপি’র প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র
রফিকুল ইসলাম রফিক মন্ডল,কোটচাঁদপুরঃ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কোটচাঁদপুর সরকারি বয়েজ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই টানটান উত্তেজনাময় লড়াইটি ১-১ গোলে ড্র হয়।
দর্শকে ঠাসা গ্যালারির সামনে দুই দলের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কোটচাঁদপুর পৌর বিএনপি একাদশ একটি গোল করে এগিয়ে যায়। তবে দ্রুতই কোটচাঁদপুর উপজেলা বিএনপি একাদশ দারুণ এক আক্রমণে গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।এই প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
এছাড়াও ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এবং কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।খেলা শেষে দর্শকদের তুমুল করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। এই প্রীতি ম্যাচটি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে বলে মনে করেন আয়োজকরা।