পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়। এই পদক্ষেপকে নেতাকর্মীরা এবং সচেতন মহল স্বাগত জানিয়েছেন।
নির্দেশনার মূল বিষয়
- সালিশ ও মধ্যস্থতায় নিষেধাজ্ঞা: বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো বিএনপি নেতাকর্মী স্থানীয় কোনো প্রকার সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতা কার্যক্রমে জড়িত থাকতে পারবেন না।
- রাজনৈতিক কর্মসূচিতে মনোযোগ: নেতাকর্মীদের শুধু রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সম্পূর্ণভাবে মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
- জনগণের সঙ্গে আচরণ: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেতাকর্মীদের জনগণের সঙ্গে সর্বদা হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক ভাষায় আচরণ করতে হবে। কারণ, জনগণই দলের শক্তি ও আন্দোলনের মূলভিত্তি। তাদের প্রতি দায়িত্বশীল, মানবিক ও সহমর্মী আচরণ প্রদর্শনের মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
- শাস্তিমূলক ব্যবস্থা: এই নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্দেশনা জারির মাধ্যমে পটুয়াখালী বিএনপি তাদের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়েছে।