মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্য রেখার কাছ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য:
- স্থানীয় সূত্র অনুযায়ী, ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে মনে করা হচ্ছিল। এলাকাবাসী তাকে খাবারও দিয়েছিল।
- সন্ধ্যার আগে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।