Hi

০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে একের পর এক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা।

  • আপডেট : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৪ জন দেখেছে

লালমনিরহাটে একের পর এক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা।

মোঃ আনিছুল ইসলাম রাজিব।
লালমনিরহাটে জেলা প্রতিনিধি।

লালমনিরহাটে প্রায় দুই বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার অভিযোগে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সদর থানায় নতুন করে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় রেলশ্রমিক দল কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে মোট ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে জেলার তিন ঠিকাদার ও আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নাম রয়েছে। ইতোমধ্যে দুজন ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি চন্দ্রপুর ও চলবলা ইউনিয়নের দুটি সড়ক দখল এবং দরপত্র প্রক্রিয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগ করার কারণে পরিকল্পিতভাবে ঠিকাদার ও সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজকের পত্রিকায় গত ২০ আগস্ট ও ১২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনগুলোতে সড়ক দখল ও দুর্নীতির অভিযোগ তোলার পর পরিস্থিতি জটিল আকার নেয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতারা ঠিকাদারদের বাধা দিয়ে সড়কের কাজ দখল করে নেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এলজিইডি ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশও দেন।

এরই মধ্যে রেলশ্রমিক দল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলে মামলা করা হয়। এজাহারে সাংবাদিক সাগরকে ষষ্ঠ আসামি করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনও নিন্দা জানিয়েছে। তাদের দাবি—মামলাটি দ্রুত প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

পলাতক হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক, কলেজ অধ্যক্ষ বেলাল গ্রেফতার

লালমনিরহাটে একের পর এক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা।

আপডেট : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে একের পর এক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা।

মোঃ আনিছুল ইসলাম রাজিব।
লালমনিরহাটে জেলা প্রতিনিধি।

লালমনিরহাটে প্রায় দুই বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার অভিযোগে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সদর থানায় নতুন করে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় রেলশ্রমিক দল কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে মোট ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে জেলার তিন ঠিকাদার ও আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নাম রয়েছে। ইতোমধ্যে দুজন ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি চন্দ্রপুর ও চলবলা ইউনিয়নের দুটি সড়ক দখল এবং দরপত্র প্রক্রিয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগ করার কারণে পরিকল্পিতভাবে ঠিকাদার ও সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজকের পত্রিকায় গত ২০ আগস্ট ও ১২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনগুলোতে সড়ক দখল ও দুর্নীতির অভিযোগ তোলার পর পরিস্থিতি জটিল আকার নেয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতারা ঠিকাদারদের বাধা দিয়ে সড়কের কাজ দখল করে নেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এলজিইডি ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশও দেন।

এরই মধ্যে রেলশ্রমিক দল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলে মামলা করা হয়। এজাহারে সাংবাদিক সাগরকে ষষ্ঠ আসামি করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনও নিন্দা জানিয়েছে। তাদের দাবি—মামলাটি দ্রুত প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।