ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে: এম এ মজিদ
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন দলের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের যৌথ ত্যাগ-সংগ্রামের ফসল। মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে। তাই পূজাকে নির্বিঘ্নে উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।