আজ ঢাকা আরিচা মহাসড়কের এক দ্রুত গতির সেলফি গাড়ির ধাক্কায় রিয়াদ (২২)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত।
মোঃআনোয়ার হোসাইন টিটু
বিডি টুয়েন্টিফোর
মানিকগঞ্জ প্রতিনিধি
আজ সোমবার মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলারয় ঢাকা – আরিচা মহাসড়কের এক ভয়াবহ দ্রুত গতির সেলফি গাড়ির ধাক্কায় রিয়াদ (২০)নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়, ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া আর সি এল এর পাশে এ দুর্ঘটনা ঘটে, নিহত রিয়াদ রেজা শিবালয় উপজেলার দখিন তেউতা গ্রাম এর সন্তান ছিল।
এ সময় শিবালয় থানা হাইওয়ে পুলিশ বিষয় টি তদন্ত করে, ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান দ্রুত গতির সেলফি গাড়ি টি মোটরসাইকেল কে ছিটকে দেয় এ সময় রিয়াদ নামের এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয় রা আরও বলেন সেলফি গাড়ি
ঢাকা – আরিচা মহাসড়কের এক আতংকের নাম প্রতিনিয়ত জীবন দিতে হচ্ছে হাজার হাজার পথ যাত্রীদের।
আর কত কেড়ে নিবে প্রান??
আর কতো মায়ের বুক খালি হবে???এর কোনো প্রতিকার আদৌ মিলছে না।
০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়া:
আজ ঢাকা আরিচা মহাসড়কের এক দ্রুত গতির সেলফি গাড়ির ধাক্কায় রিয়াদ (২২)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত।
ট্যাগ :