ভূরুঙ্গামারীতে রোগাক্রান্ত গরু জবাই: মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলল প্রশাসন
- মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে লাম্পি রোগে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে আটক করেছে স্থানীয় জনতা। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী বাজারের মাংস পট্টিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কসাই শাহিনুর আলম অসুস্থ গরুটি জবাই করলে তার চামড়া ও মাংসে লাম্পি রোগের চিহ্ন দেখতে পান স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইনস্পেক্টর আবু বক্কর সিদ্দিককে অবহিত করেন। তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক মাঠকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গরুটি রোগাক্রান্ত বলে নিশ্চিত হন। কসাই মাংস বিক্রির জন্য কোনো অনুমতি বা ছাড়পত্র দেখাতে পারেননি।
পরে রোগাক্রান্ত মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় কসাইয়ের কাছ থেকে মুচলেকাও গ্রহণ করা হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলায় মিটিংয়ে থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. হোসনে আরা খাতুন বলেন, “জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না। তবে এখন থেকে নিয়মিত তদারকি চালানো হবে।”
তিনি আরও বলেন, “রোগাক্রান্ত পশুর মাংস খেলে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে এবং তা বিভিন্ন মারাত্মক রোগের কারণ হতে পারে।”
স্থানীয়দের অভিযোগ, যথাযথ নজরদারির অভাবে উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রায়শই অসুস্থ বা মৃত গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।