রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম গাছ থেকে নামাতে পারবেন আমচাষিরা। বুধবার (৭ মে) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’:
১৫ মে: গুটি আম
২০ মে: গোপালভোগ
২৫ মে: রানীপছন্দ / লক্ষণভোগ
৩০ মে: হিমসাগর / খিরসাপাত
১০ জুন: ল্যাংড়া / বানানা ম্যাঙ্গ
১৫ জুন: আমরুপালি / ফজলি
৫ জুলাই: বারি আম-৪
১০ জুলাই: আশ্বিনা
১৫ জুলাই: গৌড়মতি
সারা বছর: কাটিমন ও বারি আম-১১
এ বছর রাজশাহীতে ১৯,৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন ১৩.২৬ টন এবং মোট উৎপাদন ২,৬০,০০৬ মেট্রিক টন। সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে ১,৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।
জেলা প্রশাসক জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আগাম আম আহরণ সম্ভব হবে।