পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। রাস্তার বিভিন্ন স্থানে খোঁয়া উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে ৫২৬ কিলোমিটার সড়কই চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে।
ক্ষতিগ্রস্ত সড়কগুলো
উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে নাজিরপুর স্কুল
- ছয়হিস্যা তাঁতেরকাঠী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন)
- নাজিরপুর বাবুল মোল্লা বাড়ী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন)
- বড় ডালিমা ব্রিজ থেকে ধান্দী বাজার
- ছয়হিস্যা চৌমুহনী বাজার থেকে রামনগর চৌরাস্তা
- দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক