মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করার দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার ভুরঘাটা এলাকার মহাসড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছিল তারা। দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে যায়, এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে যানচলাচল স্বাভাবিক হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে।
শিক্ষার্থী মো. সামি বলেন, “আমাদের সঙ্গে নানানভাবে বৈষম্য করা হচ্ছে। কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র না থাকায় দূরদূরান্তের পরীক্ষার্থীদের ডাসার গিয়ে পরীক্ষা দিতে কষ্ট হবে। আর ডাসার নতুন উপজেলা হওয়া সত্ত্বেও ওখানে দুটি পরীক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু আমাদের কালকিনিতে একটিও নেই। এসব বৈষম্য দূরের দাবিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলন করা হবে।”
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, “ছাত্র-ছাত্রীদের যে দাবি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি পূরণ হবে।