মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে তাদের নিশ্চিত করেছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, “ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে।” তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যাতে অন্তত ২২৪ জন ইরানি নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। নিহতদের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।
এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার সকালেও ইরান বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে তেলআবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বাড়ছে এবং বহু লোক আহত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী ও সর্বব্যাপী যুদ্ধে রূপ নিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষক মহল মনে করছে, পারমাণবিক যুদ্ধের হুমকির এমন খোলামেলা আদান-প্রদান বিশ্বব্যাপী এক গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিচ্ছে।