Hi

০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সংগ্রামী নারী উদ্যোক্তা মোছাঃ ইশনাত জেরিন প্রীতি – স্বপ্ন বুনছেন অনলাইন ব্যবসার আঙিনায়

  • আপডেট : ০৫:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৬ জন দেখেছে

সংগ্রামী নারী উদ্যোক্তা মোছাঃ ইশনাত জেরিন প্রীতি – স্বপ্ন বুনছেন অনলাইন ব্যবসার আঙিনায়

নবাব শিকদার, স্টাফ রিপোর্টার

সময় বদলাচ্ছে, বদলাচ্ছে নারীর দৃষ্টিভঙ্গি। একসময় যেখানে নারীরা শুধু ঘরকেন্দ্রিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, এখন সেখানে তারা ঘরে বসেই তৈরি করছেন সম্ভাবনার নতুন দিগন্ত। অনলাইন ব্যবসা আজ অনেক তরুণীর আত্মনির্ভরতার হাতিয়ার হয়ে উঠেছে। এমনই এক স্বপ্নবাজ ও সংগ্রামী নারী মোছাঃ ইশনাত জেরিন প্রীতি।

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেয়ে প্রীতি বর্তমানে ঝিনাইদহে বসবাস করেন। ঝিনাইদহের একটি কলেজে তিনি প্রাণীবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন নিজস্ব অনলাইন ব্যবসা, যা আজ তাকে করেছে পরিচিত মুখ।


উদ্যোক্তা হওয়ার গল্প

পড়াশোনার বাইরে কিছু করতে চাওয়ার তাগিদ থেকেই প্রীতির উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু। তিনি ফেসবুকে খুলে বসেন একটি পেজ— “Style by Prity”। সেখানে তিনি বিভিন্ন চায়না প্রডাক্ট বিক্রি শুরু করেন। শুরুটা সহজ ছিল না। ব্যবসার প্রতিটি ধাপেই ছিল সংগ্রাম—কখনো প্রডাক্ট সংগ্রহে সমস্যা, কখনো বা গ্রাহকের আস্থা অর্জনে বাধা। কিন্তু অটল মনোবল, ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং পরিবারের সমর্থনে তিনি আজ ক্রেতাদের আস্থাভাজন হয়ে উঠেছেন।


কাজের ধরণ

প্রীতি একাই সামলান ব্যবসার সব খুঁটিনাটি।

  • প্রডাক্ট সংগ্রহ
  • গ্রাহকের সঙ্গে যোগাযোগ
  • অর্ডার কনফার্মেশন
  • ডেলিভারির ব্যবস্থা

সবকিছু তিনি পরিচালনা করেন নিজের দক্ষতায়। প্রতিটি কাজের প্রতি তার যত্নশীল মনোভাবই তাকে গ্রাহকের কাছে নির্ভরযোগ্য করে তুলেছে।


স্বপ্নের পথে অগ্রযাত্রা

শুধু নিজের সীমাবদ্ধ ব্যবসা নয়, প্রীতি চান তার উদ্যোগ একদিন বড় আকারে দাঁড়াক। তার স্বপ্ন, পড়াশোনার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থান তৈরি করা।


নতুন উদ্যোক্তাদের জন্য বার্তা

নিজের অভিজ্ঞতা থেকে প্রীতি নতুন উদ্যোক্তাদের উদ্দেশে বলেন—
“অনলাইন বিজনেসে কঠোর পরিশ্রম, ধৈর্য আর নিরলস চেষ্টা ছাড়া কোনো স্বপ্ন পূরণ সম্ভব নয়। নিজের ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। পড়াশোনা চালিয়ে যাও আর কখনো হাল ছাড়ো না। সাফল্য ধীরে হলেও নিশ্চয়ই আসবে।”


মোছাঃ ইশনাত জেরিন প্রীতি প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে তা পূরণের পথও তৈরি হয়। সংগ্রাম, অধ্যবসায় আর আত্মবিশ্বাসই পারে একজন তরুণীকে গড়ে তুলতে সফল উদ্যোক্তা হিসেবে। তার এই পথচলা নিঃসন্দেহে অন্য তরুণীদের অনুপ্রেরণা জোগাবে।

লেখক সম্পর্কে তথ্য

পলাতক হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক, কলেজ অধ্যক্ষ বেলাল গ্রেফতার

সংগ্রামী নারী উদ্যোক্তা মোছাঃ ইশনাত জেরিন প্রীতি – স্বপ্ন বুনছেন অনলাইন ব্যবসার আঙিনায়

আপডেট : ০৫:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সংগ্রামী নারী উদ্যোক্তা মোছাঃ ইশনাত জেরিন প্রীতি – স্বপ্ন বুনছেন অনলাইন ব্যবসার আঙিনায়

নবাব শিকদার, স্টাফ রিপোর্টার

সময় বদলাচ্ছে, বদলাচ্ছে নারীর দৃষ্টিভঙ্গি। একসময় যেখানে নারীরা শুধু ঘরকেন্দ্রিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, এখন সেখানে তারা ঘরে বসেই তৈরি করছেন সম্ভাবনার নতুন দিগন্ত। অনলাইন ব্যবসা আজ অনেক তরুণীর আত্মনির্ভরতার হাতিয়ার হয়ে উঠেছে। এমনই এক স্বপ্নবাজ ও সংগ্রামী নারী মোছাঃ ইশনাত জেরিন প্রীতি।

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেয়ে প্রীতি বর্তমানে ঝিনাইদহে বসবাস করেন। ঝিনাইদহের একটি কলেজে তিনি প্রাণীবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন নিজস্ব অনলাইন ব্যবসা, যা আজ তাকে করেছে পরিচিত মুখ।


উদ্যোক্তা হওয়ার গল্প

পড়াশোনার বাইরে কিছু করতে চাওয়ার তাগিদ থেকেই প্রীতির উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু। তিনি ফেসবুকে খুলে বসেন একটি পেজ— “Style by Prity”। সেখানে তিনি বিভিন্ন চায়না প্রডাক্ট বিক্রি শুরু করেন। শুরুটা সহজ ছিল না। ব্যবসার প্রতিটি ধাপেই ছিল সংগ্রাম—কখনো প্রডাক্ট সংগ্রহে সমস্যা, কখনো বা গ্রাহকের আস্থা অর্জনে বাধা। কিন্তু অটল মনোবল, ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং পরিবারের সমর্থনে তিনি আজ ক্রেতাদের আস্থাভাজন হয়ে উঠেছেন।


কাজের ধরণ

প্রীতি একাই সামলান ব্যবসার সব খুঁটিনাটি।

  • প্রডাক্ট সংগ্রহ
  • গ্রাহকের সঙ্গে যোগাযোগ
  • অর্ডার কনফার্মেশন
  • ডেলিভারির ব্যবস্থা

সবকিছু তিনি পরিচালনা করেন নিজের দক্ষতায়। প্রতিটি কাজের প্রতি তার যত্নশীল মনোভাবই তাকে গ্রাহকের কাছে নির্ভরযোগ্য করে তুলেছে।


স্বপ্নের পথে অগ্রযাত্রা

শুধু নিজের সীমাবদ্ধ ব্যবসা নয়, প্রীতি চান তার উদ্যোগ একদিন বড় আকারে দাঁড়াক। তার স্বপ্ন, পড়াশোনার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থান তৈরি করা।


নতুন উদ্যোক্তাদের জন্য বার্তা

নিজের অভিজ্ঞতা থেকে প্রীতি নতুন উদ্যোক্তাদের উদ্দেশে বলেন—
“অনলাইন বিজনেসে কঠোর পরিশ্রম, ধৈর্য আর নিরলস চেষ্টা ছাড়া কোনো স্বপ্ন পূরণ সম্ভব নয়। নিজের ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। পড়াশোনা চালিয়ে যাও আর কখনো হাল ছাড়ো না। সাফল্য ধীরে হলেও নিশ্চয়ই আসবে।”


মোছাঃ ইশনাত জেরিন প্রীতি প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে তা পূরণের পথও তৈরি হয়। সংগ্রাম, অধ্যবসায় আর আত্মবিশ্বাসই পারে একজন তরুণীকে গড়ে তুলতে সফল উদ্যোক্তা হিসেবে। তার এই পথচলা নিঃসন্দেহে অন্য তরুণীদের অনুপ্রেরণা জোগাবে।