ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সরকার ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকার সম্পদ জব্দ করেছে। এর মধ্যে বিদেশি মুদ্রা ১৬৪ মিলিয়ন ডলার এবং অস্থাবর সম্পত্তি ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা। এই অর্থ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহার করা হবে।
অন্যদিকে, নগদের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ৬৫০ কোটি টাকা এবং সরকারের মাধ্যমে ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ কারণে, নগদের পরিচালনা কার্যক্রম বোর্ডের কাছে দেওয়া যাবে না বলে জানিয়েছেন গভর্নর।