Hi

১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের, ৮৪ দিনে ‘সি টু সামিট’

কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৮৪ দিনে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে ২০২৫) তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দুপুরের দিকে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, “এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না।”

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে ‘সি টু সামিট’ (সমুদ্র থেকে শিখর) নামের ব্যতিক্রমী অভিযান শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল।

ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। এর আগে তিনি হিমালয়ের কেয়াজো-রি, দ্রৌপদী কা ডান্ডা-২, হিমলুং ও ডোলমা খাং পর্বতশৃঙ্গ সফলভাবে আরোহণ করেছেন। এছাড়াও, ২০২৩ সালে ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামে পরিচিত হিমালয় পর্বতমালার ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

হাজারো শঙ্খর ধ্বনি ও প্রদীপের আলোয় বিতর্কিত পুজোর– প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের, ৮৪ দিনে ‘সি টু সামিট’

আপডেট : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৮৪ দিনে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে ২০২৫) তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দুপুরের দিকে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, “এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না।”

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে ‘সি টু সামিট’ (সমুদ্র থেকে শিখর) নামের ব্যতিক্রমী অভিযান শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল।

ইকরামুল হাসান পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। এর আগে তিনি হিমালয়ের কেয়াজো-রি, দ্রৌপদী কা ডান্ডা-২, হিমলুং ও ডোলমা খাং পর্বতশৃঙ্গ সফলভাবে আরোহণ করেছেন। এছাড়াও, ২০২৩ সালে ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামে পরিচিত হিমালয় পর্বতমালার ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন।