নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের পরিবর্তে উদ্যোক্তা সৃষ্টির পক্ষে অবস্থান নিয়ে আসছেন।1 তার মতে, প্রত্যেক মানুষের মধ্যে উদ্যোক্তা হওয়ার সামর্থ্য রয়েছে এবং সমাজে বড় পরিবর্তন আনতে চাকরির পরিবর্তে ব্যবসায়িক উদ্যোগই বেশি কার্যকর। এই বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ড. ইউনূস কি কর্মসংস্থান নীতিতে বিশ্বাস করেন? না। তিনি চান, আমরা সবাই শুধু ‘ব্যবসা’ করি, যেন ‘জব’ বা চাকরি না করি।4 ভাল, ভাল না?”