কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের বিতর্ক আনুষ্ঠানিক সমাপ্তি পায়। এতদিন বিশ্বকাপ শিরোপা না জেতায় অনেকেই তাকে সর্বকালের সেরা মানতে দ্বিধা বোধ করতেন।
লুসাইল স্টেডিয়ামে ২০২২ সালে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার পর সেই দ্বিধা দূর হয়। ১৯৮৬ সালে ম্যারাডোনার একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মতোই মেসি ২০২২ সালে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে মোট দশ গোলে অবদান রাখেন এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বল জেতেন।
এবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছে। রোববার (১৮ মে) প্রকাশিত সংস্থাটির র্যাঙ্কিংয়ে পেলে ও ম্যারাডোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন এলএমটেন।
আইএফএফএইচএসের সর্বকালের সেরা ১০ ফুটবলার:
১. লিওনেল মেসি
২. পেলে
৩. দিয়েগো ম্যারাডোনা
৪. ক্রিস্টিয়ানো রোনালদো
৫. ইয়োহান ক্রুইফ
৬. রোনালদো নাজারিও
৭. জিনেদিন জিদান
৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
৯. আলফ্রেডো ডি স্তেফানো
১০. রোনালদিনিয়ো
মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এই র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান লাভ করেছেন।