নারী নির্যাতনের মামলায় আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকার বাসায় নিয়ে যান। এরপর নোবেল ও আরও ২-৩ জন মিলে তাকে একটি কক্ষে আটকে রেখে মোবাইল ফোন ভেঙে দেন এবং ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন নোবেল।
অপহরণ ও উদ্ধার
ভুক্তভোগী নোবেলের ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করতেন। সম্প্রতি নোবেল তাকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে একটি কক্ষে আটকে রাখেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ভুক্তভোগীর বাবা-মা তাকে চিনতে পারেন এবং ৯৯৯-এ কল দিলে সোমবার (১৯ মে) রাতে ডেমরা থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীকে গত বছরের নভেম্বর মাসে অপহরণ করে উদ্ধার হওয়া পর্যন্ত ওই বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। উদ্ধারের পর পরিবারের সহযোগিতায় নোবেলের নামে মামলা করেন ওই তরুণী, যার প্রেক্ষিতে আজ মঙ্গলবার নোবেলকে গ্রেপ্তার করা হয়।