Hi

০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান ইশরাকের: ‘কাঁঠাল ভাঙবে মাথায়, খাবে অন্যরা’

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২১ মে) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান এবং বলেন, “ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।”


রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন

ইশরাক তার পোস্টে লেখেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যৌক্তিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ এটা প্রতীয়মান যে, আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এবং হয়তো সামনে সরাসরি যুক্ত হবেন ও নির্বাচনে অংশ নেবেন। সেক্ষেত্রে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? বরং এটাই হবে সঠিক পদক্ষেপ এবং রাজনৈতিক বিতর্কের অবসান ঘটাবে।”

তিনি নাহিদ ইসলামের দৃষ্টান্ত অনুসরণ করতেও বলেন, যিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রিত্ব করে এনসিপিতে যেতে পারতেন। ইশরাক মনে করেন, উপদেষ্টারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি বৃদ্ধি পাবে।


ইশরাকের আত্মপক্ষ সমর্থন

নিজেকে নিয়ে সমালোচনার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, “হয়তো অনেকে বলবেন, অবৈধভাবে মেয়র হওয়ার জন্য দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি সৃষ্টি করে এখন নীতিকথা বলছি। আমিও সমালোচিত হয়েছি। কিন্তু তখন আমার আর কোনো উপায় ছিল না। আপনাদের যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, সেটা জনগণকে বোঝানো জরুরি ছিল।”


পূর্বের হুঁশিয়ারি ও মেয়র বিতর্ক

পোস্টের শেষদিকে ইশরাক হোসেন লেখেন, “বন্দোবস্ত তো আগেরটাই অনুসরণ হচ্ছে, শুধু আরও পাকাপোক্ত করা হচ্ছে। আপনাদের পদত্যাগের দাবির প্রশ্নে পিছিয়ে আসার সুযোগ নেই। প্রশ্ন হলো, আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?” এর আগে মঙ্গলবার তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগের দাবিতে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) তাকে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

শৈলকুপায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান ইশরাকের: ‘কাঁঠাল ভাঙবে মাথায়, খাবে অন্যরা’

আপডেট : ০৪:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২১ মে) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান এবং বলেন, “ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।”


রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন

ইশরাক তার পোস্টে লেখেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যৌক্তিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ এটা প্রতীয়মান যে, আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এবং হয়তো সামনে সরাসরি যুক্ত হবেন ও নির্বাচনে অংশ নেবেন। সেক্ষেত্রে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? বরং এটাই হবে সঠিক পদক্ষেপ এবং রাজনৈতিক বিতর্কের অবসান ঘটাবে।”

তিনি নাহিদ ইসলামের দৃষ্টান্ত অনুসরণ করতেও বলেন, যিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রিত্ব করে এনসিপিতে যেতে পারতেন। ইশরাক মনে করেন, উপদেষ্টারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি বৃদ্ধি পাবে।


ইশরাকের আত্মপক্ষ সমর্থন

নিজেকে নিয়ে সমালোচনার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, “হয়তো অনেকে বলবেন, অবৈধভাবে মেয়র হওয়ার জন্য দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি সৃষ্টি করে এখন নীতিকথা বলছি। আমিও সমালোচিত হয়েছি। কিন্তু তখন আমার আর কোনো উপায় ছিল না। আপনাদের যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, সেটা জনগণকে বোঝানো জরুরি ছিল।”


পূর্বের হুঁশিয়ারি ও মেয়র বিতর্ক

পোস্টের শেষদিকে ইশরাক হোসেন লেখেন, “বন্দোবস্ত তো আগেরটাই অনুসরণ হচ্ছে, শুধু আরও পাকাপোক্ত করা হচ্ছে। আপনাদের পদত্যাগের দাবির প্রশ্নে পিছিয়ে আসার সুযোগ নেই। প্রশ্ন হলো, আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?” এর আগে মঙ্গলবার তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগের দাবিতে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) তাকে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা।