অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার প্রবণতা যখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেল লিংক ব্যবহার করে সাধারণ জনগণকে এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে, যা দেশের তরুণ সমাজকে আর্থিকভাবে ও নৈতিকভাবে বিপথগামী করছে, তখন ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এক বড় সাফল্য অর্জন করেছে। গতকাল, ১লা জুন, ২০২৫ তারিখে এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া সাইট “বেঙ্গলউইন” এর বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার চর মুরারীদহ (কলুপাড়া, আবাসন ব্রীজ সংলগ্ন) এলাকার মোঃ জামির হোসেন মন্ডল ও মনোয়ারা বেগমের পুত্র মেহেদী হাসানকে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম টিমের একটি চৌকস দল গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি Motorola Edge 50 Fusion মডেলের স্মার্ট মোবাইল ফোন এবং একটি Microsoft Surface Laptop 3 ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন যে, “বেঙ্গলউইন” অ্যাপস এবং ওয়েবসাইটটি ফিলিপাইন থেকে পরিচালনা করা হয়। এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনলাইন জুয়া পরিচালিত হয়। মেহেদী নিজে উক্ত অনলাইন সাইটে জুয়া খেলার পাশাপাশি এর বাংলাদেশের এজেন্ট হিসেবেও কাজ করতেন। তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবং টেলিগ্রাম (Telegram) অ্যাপস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেল লিংক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতেন। তিনি উক্ত অনলাইন জুয়াড়িদের ভিতর থেকে সাব-এজেন্টও নিয়োগ করতেন। প্ল্যাটফর্মটি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করত। এই সকল কার্যক্রমের জন্য ফিলিপাইন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাকে লভ্যাংশ প্রদান করা হতো।
অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ ইমরান জাকারিয়া জানান, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ একটি মারাত্মক হুমকি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং জেলা পুলিশ এটি প্রতিরোধে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃত হাসানসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠনের পর থেকে সাইবার অপরাধ দমনে সর্বদা কাজ করে যাচ্ছে। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার সাইবার ক্রাইম টিমকে অনলাইন জুয়াড়িদের গ্রেপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।