ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট উত্তেজনার ফলে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকা পড়েছেন বহু ইরানি হাজি। এই পরিস্থিতিতে বিমানযোগে দেশে ফেরা অসম্ভব হওয়ায় তারা বিকল্প হিসেবে সড়ক পথে নিজ দেশে ফিরতে শুরু করেছেন।
গত রোববার (১৫ জুন) ইরানি হাজিদের প্রথম কাফেলা সৌদি আরব ত্যাগ করেছে। তারা সৌদির উত্তরাঞ্চলের ‘জাদিদাত আরআর’ নামক স্থল সীমান্ত দিয়ে ইরানে ফিরতে শুরু করেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণেই ইরানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে এই বিকল্প সড়কপথ বেছে নিতে হয়েছে ইরানি হাজিদের।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইরানি হাজিদের সৌদি ত্যাগের পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রায় ৭৬ হাজার ইরানি হজযাত্রীর জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় মক্কা ও মদিনা থেকে তাদের আঞ্চলিক বিমানবন্দর আরআর-এ নেওয়া হচ্ছে, এবং সেখান থেকে তারা সড়কপথে ইরানে ফিরে যাচ্ছেন।
এই পুরো প্রক্রিয়া তদারকির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি বিশেষ অপারেশন রুমও গঠন করেছে। তারা হাজিদের সার্বক্ষণিক সেবা ও সহায়তা নিশ্চিত করছে, যাতে তারা নিরাপদে সৌদি আরব ত্যাগ করতে পারেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপস্থাপনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে হাজিদের সুরক্ষা ও চাহিদা পূরণ নিশ্চিত করতেই সৌদি সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে সূত্র : আল আরাবিয়া।