ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই ইসরায়েল সেনাবাহিনী এটিকে গুলি করে ভূপাতিত করেছে। খবর আল জাজিরা।
ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই সফলভাবে এটিকে ভূপাতিত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার ইরানে বিমান হামলার পরই ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে, আজ সোমবার সকালেও কেন্দ্রীয় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের এই সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ঘটলো।