Hi

০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল সংঘাত: ইসরায়েলকে ‘অসহায়’ করার হুঁশিয়ারি ইরানের পার্লামেন্ট স্পিকারের

ইরান কোনো ‘রেড লাইন’ মেনে চলতে বাধ্য না হওয়ায় তার সশস্ত্র বাহিনী ‘বর্বর ইসরাইলি শত্রুকে’ অসহায় করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

সোমবার (১৬ জুন) পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে কালিবাফ বলেন, “গত রাতের ইহুদিবাদীদের দুঃস্বপ্ন এবং ইহুদিবাদী সরকারের অপরাধী ও প্ররোচনাকারীদের প্রতি তীব্র আতঙ্ক অব্যাহত থাকবে, যতক্ষণ না আক্রমণকারী অনুতপ্ত হয় এবং শাস্তি পায়।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ইরানি বাহিনী শত্রুকে ‘জাহান্নাম দেবে’ এবং বিশ্ব তাদের ‘দুর্দশা প্রত্যক্ষ করবে’।

মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। যদিও চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথে উত্থান-পতন থাকাও স্বাভাবিক।” তিনি জানান, ইরানি জাতি বর্বর শত্রুর মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে।

কালিবাফ বলেন, “ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিজ্ঞ নেতৃত্বে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী বিশ্বকে তাদের উচ্চ শক্তি ও সামরিক দক্ষতা দেখিয়েছে এবং ইসরাইলি শাসনের অভেদ্যতার অতিকথাকে উপহাস করেছে।”

দেশের পার্লামেন্ট স্পিকার আরও মন্তব্য করেন যে, বর্বর ইসরাইলি শাসনের হুমকি ইরানের জনগণের মধ্যে ঐক্য জোরদার করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে।

সূত্র: প্রেস টিভি।

লেখক সম্পর্কে তথ্য

হাজারো শঙ্খর ধ্বনি ও প্রদীপের আলোয় বিতর্কিত পুজোর– প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা।

ইরান-ইসরায়েল সংঘাত: ইসরায়েলকে ‘অসহায়’ করার হুঁশিয়ারি ইরানের পার্লামেন্ট স্পিকারের

আপডেট : ০৫:০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইরান কোনো ‘রেড লাইন’ মেনে চলতে বাধ্য না হওয়ায় তার সশস্ত্র বাহিনী ‘বর্বর ইসরাইলি শত্রুকে’ অসহায় করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

সোমবার (১৬ জুন) পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে কালিবাফ বলেন, “গত রাতের ইহুদিবাদীদের দুঃস্বপ্ন এবং ইহুদিবাদী সরকারের অপরাধী ও প্ররোচনাকারীদের প্রতি তীব্র আতঙ্ক অব্যাহত থাকবে, যতক্ষণ না আক্রমণকারী অনুতপ্ত হয় এবং শাস্তি পায়।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ইরানি বাহিনী শত্রুকে ‘জাহান্নাম দেবে’ এবং বিশ্ব তাদের ‘দুর্দশা প্রত্যক্ষ করবে’।

মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। যদিও চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথে উত্থান-পতন থাকাও স্বাভাবিক।” তিনি জানান, ইরানি জাতি বর্বর শত্রুর মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে।

কালিবাফ বলেন, “ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিজ্ঞ নেতৃত্বে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী বিশ্বকে তাদের উচ্চ শক্তি ও সামরিক দক্ষতা দেখিয়েছে এবং ইসরাইলি শাসনের অভেদ্যতার অতিকথাকে উপহাস করেছে।”

দেশের পার্লামেন্ট স্পিকার আরও মন্তব্য করেন যে, বর্বর ইসরাইলি শাসনের হুমকি ইরানের জনগণের মধ্যে ঐক্য জোরদার করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে।

সূত্র: প্রেস টিভি।