রংপুর, ১৬ জুলাই ২০২৫: রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদ-এর কবর জিয়ারতের মাধ্যমে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়।
কবর জিয়ারতে বিশিষ্টজনের উপস্থিতি ও শিক্ষার্থীদের দাবি
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আবু সাঈদ হত্যার বিচার দাবি করেন।
জুলাই শহীদ দিবস ঘোষণা ও আবু সাঈদের পরিচিতি
গত বছর ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। এই দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আলোচনা সভা ও শহীদ পরিবারের আমন্ত্রণ
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ সকালে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ট্যাগস: রংপুর, পীরগঞ্জ, শহীদ আবু সাঈদ, জুলাই শহীদ দিবস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কবর জিয়ারত, ছাত্র-জনতার আন্দোলন, বিচার দাবি।