গোপালগঞ্জ, ১৭ জুলাই ২০২৫: গোপালগঞ্জে নজিরবিহীন সংঘাত ও সহিংসতায় যখন শহরজুড়ে তীব্র আতঙ্ক, ঠিক তখনই কঠোর বার্তা দিলেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক! তিনি ঘোষণা দিয়েছেন, গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা ফেরাতে পুলিশ পুরোপুরি তৎপর এবং গতকালের ভয়াবহ হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার সকালে ডিআইজি রেজাউল করিম মল্লিক এই কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা ফেরাতে পুলিশ তৎপর, হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না। যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।”
ডিআইজি’র কড়া বার্তা: ‘হামলাকারীদের রেহাই নেই!’
গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জ পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর পুলিশ, ইউএনও’র গাড়ি, এনসিপি’র সমাবেশ মঞ্চ ও গাড়িবহরে দফায় দফায় হামলা, গুলি এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি ডিসি’র বাংলো এবং জেলা কারাগারেও হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই সমস্ত হামলার জন্য বারবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ডিআইজি রেজাউল করিম মল্লিকের এই বার্তা প্রমাণ করে যে, প্রশাসন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। তার এই ঘোষণা জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ডিআইজি’র এই ঘোষণার পর হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে পারে।
ট্যাগস: #গোপালগঞ্জ #ডিআইজি #রেজাউলকরিমমল্লিক #আইনশৃঙ্খলা #পুলিশ #গ্রেফতার #হামলা #ব্রেকিংনিউজ #শান্তিশৃঙ্খলা #রাজনৈতিকসহিংসতা