Hi

০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং: উত্তরা বিমান দুর্ঘটনায় পাইলট লাইফ সাপোর্টে, মৃতের সংখ্যা বেড়ে ৩, আহত ৩৫!

  • আপডেট : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৫৪৫ জন দেখেছে

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহতা বেড়েই চলেছে! আজ সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এছাড়াও, দুর্ঘটনায় ৩৫ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে শিশু ও শতাধিক শিক্ষার্থীও রয়েছে।


 

উদ্ধার অভিযান ও দুর্ঘটনাস্থলের চিত্র:

 

  • দুর্ঘটনার সময় ও স্থান: আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিটের মাথায়, অর্থাৎ ১টা ১৮ মিনিটে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
  • ব্যাপক উদ্ধার তৎপরতা: খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট (উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে) আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে কাজ করছে।
  • আইনশৃঙ্খলা ও সহায়তা: উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে যোগ দিয়েছে।
  • আহতদের অবস্থা: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া ৩৫ জনের মধ্যে ২৫ জনকে ইতোমধ্যেই বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে শিশুও রয়েছে। সবমিলিয়ে, দুর্ঘটনায় আহত অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এই ভয়াবহ দুর্ঘটনা পুরো দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।


ট্যাগস: উত্তরা, বিমান দুর্ঘটনা, বাংলাদেশ বিমানবাহিনী, এফ-৭ বিজেআই, প্রশিক্ষণ বিমান, বিধ্বস্ত, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, লাইফ সাপোর্ট, নিহত, আহত, মাইলস্টোন স্কুল ও কলেজ, দিয়াবাড়ি, সিএমএইচ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, ফায়ার সার্ভিস, বিজিবি, আইএসপিআর।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

পলাতক হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক, কলেজ অধ্যক্ষ বেলাল গ্রেফতার

ব্রেকিং: উত্তরা বিমান দুর্ঘটনায় পাইলট লাইফ সাপোর্টে, মৃতের সংখ্যা বেড়ে ৩, আহত ৩৫!

আপডেট : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহতা বেড়েই চলেছে! আজ সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এছাড়াও, দুর্ঘটনায় ৩৫ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে শিশু ও শতাধিক শিক্ষার্থীও রয়েছে।


 

উদ্ধার অভিযান ও দুর্ঘটনাস্থলের চিত্র:

 

  • দুর্ঘটনার সময় ও স্থান: আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিটের মাথায়, অর্থাৎ ১টা ১৮ মিনিটে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
  • ব্যাপক উদ্ধার তৎপরতা: খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট (উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে) আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে কাজ করছে।
  • আইনশৃঙ্খলা ও সহায়তা: উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে যোগ দিয়েছে।
  • আহতদের অবস্থা: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া ৩৫ জনের মধ্যে ২৫ জনকে ইতোমধ্যেই বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে শিশুও রয়েছে। সবমিলিয়ে, দুর্ঘটনায় আহত অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এই ভয়াবহ দুর্ঘটনা পুরো দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।


ট্যাগস: উত্তরা, বিমান দুর্ঘটনা, বাংলাদেশ বিমানবাহিনী, এফ-৭ বিজেআই, প্রশিক্ষণ বিমান, বিধ্বস্ত, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, লাইফ সাপোর্ট, নিহত, আহত, মাইলস্টোন স্কুল ও কলেজ, দিয়াবাড়ি, সিএমএইচ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, ফায়ার সার্ভিস, বিজিবি, আইএসপিআর।