ভয়াবহ দৃশ্যের বিবরণ: বিমানের দুটি পাখা ক্লাসরুমে, নাক সিঁড়িতে!
আজ সোমবার (২১ জুলাই) বিকেলে বিমান বিধ্বস্তের ঘটনায় সরেজমিন দেখা যায় এক মর্মান্তিক চিত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে যখন বিমানটি আছড়ে পড়ে, তখন এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শিক্ষার্থীদের ক্লাস হওয়া একটি ভবনে আঘাত হানে। বিমানের দুটি পাখা ভবনের দুই দিকের ক্লাসরুমে আছড়ে পড়ে, আর বিমানটির নাক গিয়ে আঘাত করে ভবনের সিঁড়িতে!
এই ভয়াবহ সংঘর্ষের পর পরই বিমানটিতে আগুন ধরে যায়। সরেজমিন আরও দেখা গেছে, ওই দুটি ক্লাসরুম পুড়ে ছাই হয়ে গেছে। স্কুলের দারোয়ান নিশ্চিত করেছেন যে, ওই ভবনেই প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো এবং সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
দুর্ঘটনার মুহূর্ত ও প্রাথমিক হতাহত:
দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই এক শিক্ষার্থী মারা যান বলে জানা গেছে।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো ঢাকা শহর শোকে স্তব্ধ। উদ্ধার তৎপরতা এখনো জোরেশোরে চলছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ট্যাগস: উত্তরা, বিমান বিধ্বস্ত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, প্রশিক্ষণ বিমান, দগ্ধ, শিক্ষার্থী, শিশু, হতাহত, আগুন, এফ-৭ বিজিআই, দিয়াবাড়ি, ঢাকা।