মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইকবাল গ্রেফতার
রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
রবিবার(১৭ আগস্ট) দুপুর ৩ টার দিকে কালকিনি উপজেলার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।ইকবালের বিরুদ্ধে চাদাঁবাজি সহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেএম সোহেল রানা।
গ্রেফতার হওয়া মোঃ ইকবাল হোসেন কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রায়পুর ভাটাবালী গ্রামের মোঃ জুলফিকার আলী সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ ইকবাল হোসেনের নামে চাদাঁবাজি সহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।রবিবার দুপুরে কালকিনি উপজেলা চত্বর হতে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেএম সোহেল রানা জানান,”নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা ও উপজেলা শাখার সহসভাপতি মোঃ ইকবাল হোসেনের নামে মামলা রয়েছে।তাকে কালকিনি উপজেলা পরিষদের সামনে হতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।”