মানিকগঞ্জ ঘিওরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনোয়ার হোসাইন টিটু মানিকগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
বুধবার ২০ আগষ্ট বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিবসটি পালন করে।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শওকত আলী খানের নেতৃত্বে ঘিওর বাস স্টেশন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
ঘিওর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সবুজ বেপারির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক আল মামুন ভূইয়া, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সামছুল আলম খান, যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম শরীফ।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।