মাগুরা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ শৈলকুপায় এসে এক সদস্য আটক
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
মাগুরা থেকে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোহাম্মদ সিদ্দিক (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে আরাপপুর হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা হাইওয়ের শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সিদ্দিক ঢাকার কেরানীগঞ্জের আলী হোসেন ব্যাপারীর ছেলে।
ভুক্তভোগী চালক টুটুল হোসেন জানান, সকালে মাগুরা সদর হাসপাতাল এলাকা থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কলেজপাড়া যাবার জন্য ইজিবাইকে ওঠেন এক ব্যক্তি। গন্তব্যে পৌঁছানোর পর সুকৌশলে চক্রটি তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় ভুক্তভোগী ও ট্র্যাকার কোম্পানির সহায়তায় হাইওয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ইজিবাইক উদ্ধারসহ হাতেনাতে ছিনতাইকারীকে আটক করা হয়।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমরা ইজিবাইকটি উদ্ধার করেছি এবং অভিযুক্তকে আটক করেছি। সে অপরাধের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”