জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি বলেন, কাদের সব সময় নীরবে কাজ করে গেছেন এবং গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে জুলাইয়ের আগে ও পরে কাদের একইভাবে কাজ করেছেন এবং যখন জাতির প্রয়োজন হয়, তখন কাদেরের মতো নেতারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
নাহিদ ইসলাম বলেন, অনেকে গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিলেও কাদের নিজেকে সবকিছু থেকে আলাদা রেখেছেন, যদিও অনেক কিছুর দায়ভার তার ওপর এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচনে আব্দুল কাদের সব সমীকরণ পাল্টে দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।
তিনি আব্দুল কাদেরকে ‘মাটি থেকে উঠে আসা নেতা’ এবং ‘সাহস ও দেশপ্রেমের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে তার জয় কামনা করেন।