বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মানিকগঞ্জ জাবরা কালিগঙ্গা নদীতে।
মোঃ শাহিন মিয়া বিডি২৪
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা বানিয়াজুর ইউনিয়ন জাবরা গ্রামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
১২ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার বেলা ১২ শুরু হওয়া নৌকা বাইচ। মানিকগঞ্জ জেলা সহ ও আশপাশের বিভিন্ন অঞ্চলের থেকে আগত বিভিন্ন ক্যাটাগরি অন্তত ২৫ ৩০ টি বাইচে নৌকা উপস্থিত হয়।
দীর্ঘ ৪০ বছর পর আবারো বানিয়াজুরি তরা ও জাবরা গ্রামবাসীর উদ্যোগে। জাবরা কালিগঙ্গা নদীতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পারেন উৎস জনতার করতালিতে নৌকা বাইচ প্রাণবন্তন হয়ে ওঠে। নদীর পারে গড়ে ওঠা মেলা। সেই মেলায় রংবেরঙের দোকান সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। নৌকা বাইচ দেখতে আসা গ্রাম বাংলার দর্শক কিনে নিয়ে যাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদের রংবেরঙের বেলুন মাটির তরী হাড়ি পাতিল ও বিভিন্ন ধরনের খেলনা। এবং খাবার জন্য ঝাল মুড়ি ১২ ভাজ জিলাপি মিষ্টি ইত্যাদি। নৌকা বাইচ দেখতে আসা এক দর্শক মোহাম্মদ গফুর মুল্লা বয়স ৬৫ তিনি বলেন আমাদের সময় এরকম খেলাধুলা অনেক হত। কিন্তু এখন আর সেগুলো আগের মতন দেখা যায় না। এরকম অনুষ্ঠান যদি প্রতিবছর হয়। তাহলে গ্রাম বাংলার ঐতিহ্য টিকে থাকবে।
নৌকা বাইচ অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী মাধ্যমে। নৌকা বাইচ অনুষ্ঠানটি শেষ হয়।