ডেইলি ঝিনাইদহ সংবাদ সংস্থার উপদেষ্টা সাব্বির আহমেদ জুয়েলের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র বেপারী পাড়ার গর্বিত সন্তান, ডেইলি ঝিনাইদহ সংবাদ সংস্থার উপদেষ্টা সাব্বির আহমেদ জুয়েলের আজ জন্মদিন। সমাজসচেতন, উদ্যমী ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ এই তরুণ দীর্ঘদিন ধরে এলাকায় অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন।
শিক্ষা ও কর্মজীবন
সাব্বির আহমেদ জুয়েল ঝিনাইদহ আল-হেরা হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি কে সি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে পেশাদার মনোবিজ্ঞানী হিসেবে কর্মরত থাকলেও তাঁর মূল পরিচয় সমাজসেবক হিসেবে।
তারুণ্যের পথচলা
ছাত্রজীবনে তিনি প্রতিষ্ঠা করেন “রুটস সাইন্স ক্লাব”, যা আজও তরুণদের বৈজ্ঞানিক কৌতূহল ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটবেলা থেকেই সাহসী ও কৌতূহলী স্বভাবের কারণে তিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করে এসেছেন।
সমাজসেবায় অবদান
মানবিক কর্মকাণ্ডে সবসময় এগিয়ে আসা জুয়েল অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, দুর্গতদের পাশে দাঁড়ানো, করোনাকালে ঝুঁকি নিয়ে অসহায়দের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণেই তিনি স্থানীয়দের কাছে প্রিয় হয়ে উঠেছেন ‘জুয়েল ভাই’ নামে।
পারিবারিক পরিচয়
তিনি ঝিনাইদহ আল-হেরা হাই স্কুলের সহকারী শিক্ষক (অব.) গোলাম হাবীবে রসুলের বড় সন্তান। ১৯৮২ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা সাব্বির আহমেদ জুয়েল পারিবারিক শিক্ষার আদর্শ ও মায়ের স্নেহে বেড়ে উঠেছেন।
শুভকামনা
শুধু নিজের নয়, আশেপাশের মানুষের স্বপ্নকেও এগিয়ে নিয়ে যাওয়ার নাম সাব্বির আহমেদ জুয়েল। জন্মদিনে ঝিনাইদহবাসী তাঁর জন্য কামনা করছে দীর্ঘায়ু, সুস্থতা ও আলোকিত ভবিষ্যৎ।