ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাদিয়া খাতুন (৯) নামের এক স্কুলছাত্রী। সোমবার (১২ মে) দুপুরে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাদকসেবী এক চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও তিন শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে খেলা করছিল কয়েকজন শিশু শিক্ষার্থী। এ সময় স্থানীয় মোশারফ হোসেনের ছেলে সেলিম মাদক সেবনের পর প্রাইভেট কার চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা বিদ্যালয় চত্বরে ঢুকে শিশুদের ওপর উঠে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় সাদিয়া খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত বাকি তিন শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।