ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা
মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে স্থানীয়রা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করেন। তবে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেল। ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র, ও আমার ছেলের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল সবই পুড়ে গেছে। আমরা ঘর থেকে কিছুই বের করতে পারিনি। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাইফুর, ফজল ও রফিকুল জানান, “আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে শুধু গোয়াল ঘর থেকে গরু বের করতে পেরেছি। আগুন এত দ্রুত ছড়িয়েছিল যে ঘরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।”
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাগর আলীর প্রায় ৫০ হাত দৈর্ঘ্যের সেমিপাকা ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে এলাকাবাসী।