রাজধানীর ধানমন্ডির ঐতিহ্যবাহী পুরাতন ২৭ নম্বর রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ রাখা হয়েছে। শনিবার (১৭ মে ২০২৫) স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার স্ট্যাটাসে লেখেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়ককে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করে সড়কের নতুন নামফলক উন্মোচন করেছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও জানান, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
ডিএসসিসির এই উদ্যোগের মাধ্যমে শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতিকে স্মরণীয় করে রাখা হলো, যিনি বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন।