Hi

১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে অঙ্কনের তৈরি প্লেন উড়ছে আকাশে, প্রশংসায় ভাসছে কিশোর উদ্ভাবক

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ হাতে তৈরি প্লেন আকাশে উড়িয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন ১৬ বছর বয়সী স্কুলশিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন। কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল গ্রুপ থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এই কিশোরের সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী।

কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের পল্লী চিকিৎসক শওকত আলীর ছেলে অঙ্কন ছোটবেলা থেকেই ইলেকট্রনিকসের প্রতি আগ্রহী। সামান্য টাকা জমিয়ে সে যন্ত্রাংশ কিনত এবং ইউটিউব থেকে দেখে ড্রোন তৈরি শিখত। ২০২৪ সালে সে সফলভাবে দুটি ড্রোন তৈরি ও উড়াতে সক্ষম হয়। এই ড্রোন তৈরিতে তার প্রায় ৪ হাজার টাকা খরচ হয়েছিল, যেখানে তার বাবার পূর্ণ সমর্থন ছিল।

এসএসসি পরীক্ষার পর গত চার মাস ধরে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করে অঙ্কন এই প্লেনটি তৈরি করে। প্লেন বানাতে গিয়ে কয়েকবার ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত সে চ্যাটজিপিটির সহায়তা নিয়ে সফল হয়। অঙ্কন জানায়, প্লেন তৈরিতে আগের ড্রোনের কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ড্রোন তৈরির মোটর, ফ্লাই স্কাই এফএস-১৬ কন্ট্রোলার, চারটি সার্ভো মোটর, কর্কশিট বডি, ১৪ কেভি ব্লাস লেস মোটর, ৮ ইঞ্চি পপুলার, দুটি পিএসসি, রিসিভার আই-৬, ২২ এমপিএরের লিকো ব্যাটারি, হার্ডবোর্ড, এসএস পাইপ, বার্বিজ জুতার হুইল এবং পিবিসি ট্যাব।

প্লেনটি সফলভাবে আকাশে উড়ার পর এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। অঙ্কন জানায়, সরকারি সহায়তা পেলে সে আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী।

অঙ্কনের বাবা শওকত আলী ছেলের এই উদ্ভাবনী ক্ষমতা দেখে গর্বিত। তিনি সরকারের কাছে তার ছেলের জন্য সহায়তা চেয়েছেন, যাতে সে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল অঙ্কনের এই প্রতিভার কথা জানতে পেরে প্রশংসা করেছেন। তিনি এই কিশোর উদ্ভাবকের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং তার মেধাকে কাজে লাগানোর জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

অঙ্কনের এই উদ্ভাবন স্থানীয় তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

শিক্ষকদের পায়ে ফুল, আর সেই সঙ্গে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে ঝড় তোলা পাঠচক্র! ঝিনাইদহ বন্ধুসভার এক অন্যরকম শিক্ষক দিবস উদযাপন, যা মন জয় করেছে সবার! ঝিনাইদহ: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কবিতা-আলোচনা!

ঝিনাইদহে অঙ্কনের তৈরি প্লেন উড়ছে আকাশে, প্রশংসায় ভাসছে কিশোর উদ্ভাবক

আপডেট : ০৯:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ হাতে তৈরি প্লেন আকাশে উড়িয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন ১৬ বছর বয়সী স্কুলশিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন। কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল গ্রুপ থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এই কিশোরের সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী।

কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের পল্লী চিকিৎসক শওকত আলীর ছেলে অঙ্কন ছোটবেলা থেকেই ইলেকট্রনিকসের প্রতি আগ্রহী। সামান্য টাকা জমিয়ে সে যন্ত্রাংশ কিনত এবং ইউটিউব থেকে দেখে ড্রোন তৈরি শিখত। ২০২৪ সালে সে সফলভাবে দুটি ড্রোন তৈরি ও উড়াতে সক্ষম হয়। এই ড্রোন তৈরিতে তার প্রায় ৪ হাজার টাকা খরচ হয়েছিল, যেখানে তার বাবার পূর্ণ সমর্থন ছিল।

এসএসসি পরীক্ষার পর গত চার মাস ধরে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করে অঙ্কন এই প্লেনটি তৈরি করে। প্লেন বানাতে গিয়ে কয়েকবার ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত সে চ্যাটজিপিটির সহায়তা নিয়ে সফল হয়। অঙ্কন জানায়, প্লেন তৈরিতে আগের ড্রোনের কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ড্রোন তৈরির মোটর, ফ্লাই স্কাই এফএস-১৬ কন্ট্রোলার, চারটি সার্ভো মোটর, কর্কশিট বডি, ১৪ কেভি ব্লাস লেস মোটর, ৮ ইঞ্চি পপুলার, দুটি পিএসসি, রিসিভার আই-৬, ২২ এমপিএরের লিকো ব্যাটারি, হার্ডবোর্ড, এসএস পাইপ, বার্বিজ জুতার হুইল এবং পিবিসি ট্যাব।

প্লেনটি সফলভাবে আকাশে উড়ার পর এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। অঙ্কন জানায়, সরকারি সহায়তা পেলে সে আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী।

অঙ্কনের বাবা শওকত আলী ছেলের এই উদ্ভাবনী ক্ষমতা দেখে গর্বিত। তিনি সরকারের কাছে তার ছেলের জন্য সহায়তা চেয়েছেন, যাতে সে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল অঙ্কনের এই প্রতিভার কথা জানতে পেরে প্রশংসা করেছেন। তিনি এই কিশোর উদ্ভাবকের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং তার মেধাকে কাজে লাগানোর জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

অঙ্কনের এই উদ্ভাবন স্থানীয় তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।