শিক্ষকদের পায়ে ফুল, আর সেই সঙ্গে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে ঝড় তোলা পাঠচক্র! ঝিনাইদহ বন্ধুসভার এক অন্যরকম শিক্ষক দিবস উদযাপন, যা মন জয় করেছে সবার!
ঝিনাইদহ: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কবিতা-আলোচনা!
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার ঝিনাইদহে এক অসাধারণ ও হৃদয়স্পর্শী আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের মহৎ পেশার গুরুত্ব তুলে ধরতে বন্ধুসভার বন্ধুরা মিলে আয়োজন করে এক বিশেষ ‘শিক্ষক দিবস উদযাপন ও পাঠচক্র’।
জাতীয় সঙ্গীতের সুরে অনুষ্ঠান শুরু হওয়ার পর বন্ধুসভার নতুন ও পুরাতন বন্ধুরা নিজেদের পরিচয় পর্ব শেষ করে সরাসরি অংশ নেয় মূল আয়োজনে। এদিন পাঠচক্রের জন্য নির্বাচিত হয়েছিল কালজয়ী কবি কাজী কাদের নেওয়াজ-এর বিখ্যাত কবিতা
‘শিক্ষাগুরুর মর্যাদা’।
কবিতার মর্মার্থ নিয়ে ঝড়ো আলোচনা, মুগ্ধ অতিথি শিক্ষকবৃন্দ
পাঠচক্রে বন্ধুসভার বন্ধুরা এবং উপস্থিত অতিথি শিক্ষকবৃন্দ একে একে কবিতার গভীর বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করেন। শিক্ষক-শিক্ষার্থীর চিরন্তন সম্পর্ক, শিক্ষকের প্রতি সম্মান এবং সমাজে তাঁদের ভূমিকার মতো স্পর্শকাতর বিষয়গুলো উঠে আসে আলোচনায়। তাঁরা বলেন, আজকের প্রযুক্তিনির্ভর যুগেও শিক্ষকের মূল্য কোনোভাবেই কমে যায়নি—বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষকের আদর্শ আর মূল্যবোধের শিক্ষাই সবচেয়ে বেশি প্রয়োজন। এই আলোচনা যেন মুহূর্তেই সবার মনে এক গভীর আবেগ জাগিয়ে তোলে।
অনুষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনেওয়াজ মিঠু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক খন্দকার হাসিবুল কবির সহ আলমগীর কবির ও ইমদাদ শুভ্র।
ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিকতার উষ্ণতা
পাঠচক্রের এই জ্ঞানগর্ভ পর্ব শেষ হতেই বন্ধুসভার সদস্যরা শিক্ষকদের প্রতি তাঁদের অকৃত্রিম শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষকদের হাতে ফুল তুলে দেওয়ার এই দৃশ্যটি ছিল অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন অংশ, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
প্রথম আলো বন্ধুসভা, ঝিনাইদহ-এর সভাপতি বিপাশা আহমেদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ সহ বন্ধুসভার সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক নতুন মাত্রা পায়। শিক্ষক দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন সমাজের সকল স্তরের মানুষকে শিক্ষকের গুরুত্ব ও মর্যাদার কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে।