ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র হাইফা উপকূলে অবস্থিত এই পরিশোধনাগারে আঘাত হানে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে পরিশোধনাগারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ।
মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে বাজান গ্রুপ জানিয়েছে, হামলায় তাদের পরিশোধনাগারের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে এবং তিনজন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের তেলআবিব স্টক এক্সচেঞ্জ-এর কাছে পাঠানো বিবৃতিতে বাজান গ্রুপ আরও উল্লেখ করেছে, “পরিশোধনাগারের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রেও বড় ধরনের ক্ষতি হয়েছে। এর ফলে পরিশোধনাগার ও এর অধীনস্থ সব কোম্পানির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করার চেষ্টা করছি।”
উল্লেখ্য, হাইফা উপকূলে অবস্থিত এই পরিশোধনাগারটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত হলেও, এবারই প্রথম এটি সরাসরি বড় ধরনের হামলার শিকার হলো। এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই স্থাপনায় হামলার হুমকি দিলেও, বাস্তবে তা কখনও কার্যকর হয়নি।
বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এই হামলা যুদ্ধের মাত্রা ও পরিধিকে আরও বিস্তৃত করলো। ইসরায়েলের কৌশলগত অবকাঠামোর ওপর এই হামলা মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।