কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করা মেধাবী ছাত্র রাশেদুল ইসলাম রাশেদ (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান রাশেদ তাদের স্বপ্ন পূরণ করতে পারলেন না। আর কয়েক মাস পরেই হয়তো একটি কাজে যোগ দিতেন তিনি।
ঈদুল আজহার ছুটি শেষে গত ১৫ই জুন রোববার সকালে বাড়ি থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাশেদ। তিনি আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
রাশেদ কুষ্টিয়া রেল স্টেশন থেকে নেমে সোমবার সকালে বাসে করে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রাশেদ পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী মাস্টারপাড়া ও ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম ওরফে ছলিম মাস্টারের একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের বুকফাটা বিলাপে এলাকায় শোকের ছায়া নেমেছে।