খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরে হোটেল হিল টপ গেস্ট হাউজের কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্ল্যাটফর্ম ও ইয়ুথ গ্রুপের একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুন (সোমবার) সকাল ১০টায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মাতেন মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ।
এছাড়াও, পার্বত্য জেলা পরিষদের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।